কালিয়াকৈরে পুলিশের পোশাকে ছিনতাই চলছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ২১:৫১

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের পোশাকে দুটি দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে উপজেলার চান্দাবহ-বোর্ডঘর সড়কের বুদ্ধিরটেক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আসুকা পাম্প নামক স্থানে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বারবাড়িয়া গ্রামের খুচরা মৎস্য ব্যবসায়ী দুলাল সরকার, গণেশ ও ভজন মাছ কেনার জন্য শুক্রবার ভোরে কালিয়াকৈর বাজার মাছের আড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে বুদ্ধিরটেক নামকস্থানে পৌঁছলে পুলিশের পোশাক পরা দুজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা মারপিট করে তাদের কাছ থেকে নগদ ৫২ হাজার টাকা ছিনতাই করে চম্পট দেয়। অন্যদিকে ছিনতাইয়ের দ্বিতীয় ঘটনাটি ঘটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার আসুকা পাম্প নামক স্থানে। ছিনতাইকারীরা একই কায়দায় উপজেলার ভাওমান গ্রামের মসলা ব্যবসায়ী ওয়াসিমের কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও টালাবহ গ্রামের ভেলা মিয়ার কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনতাই করে পালিয়ে যায়।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম বলেন, বিষয়টি আমাদের জানা নেই।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :