টিপস

কম ডেটা ব্যবহার করে হোয়াটসঅ্যাপ কল করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ১০:০৩
অ- অ+

করোনার এই দিনগুলো যোগাযোগের মাধ্যম হিসাবে হোয়াটসঅ্যাপকে বেছে নিচ্ছেন অনেকেই। পরিবার ও প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখতে হোয়াটসঅ্যাপ চ্যাট, ভয়েস কল ও ভিডিও কলের জনপ্রিয়তা আরও বেড়েছে। যদিও হোয়াটসঅ্যাপে যে কোন সার্ভিস ব্যবহারের জন্য ইন্টারনেট কানেকশন আবশ্যক।

বিশেষ করে ভয়েস ও ভিডিও কল করার জন্য তুলনামূলক বেশি ডেটা প্রয়োজন হয়।

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ ভয়েস কলের জন্য প্রতি সেকেন্ডে ৭৪০ কেবি ডেটা প্রয়োজন। ভিডিও কল করার জন্য নিঃসন্দেহে এর থেকে বেশি ডেটা খরচ হয়।

প্রতিদিন সীমিত ডেটা থাকার জন্য লম্বা কল করার আগে হিসাব করে নিতে হয়। তাই ভয়েস ও ভিডিও কলে কম ডেটা খরচ হলে দিনের ডেটা অনেকটাই বাঁচতে পারে।

হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কল করার সময় ডেটা বাঁচাবেন কীভাবে? দেখে নিন।

হোয়াটসঅ্যাপ কলে ডেটা বাঁচানোর উপায়

১। হোয়াটসঅ্যাপ ওপেন করে ডান দিকে উপরে তিনটি ডটে ট্যাপ করুন।

২। সেটিংস ওপেন করে ডেটা ও স্টোরেজ ইউসেজ অপশন সিলেক্ট করুন।

৩। কল সেটিংসে 'লো ডেটা সেটিংস’ টগল অন করে দিন।

ফটো ও ভিডিওতে ডেটা ব্যবহার কমাবেন কীভাবে?

১। হোয়াটসঅ্যাপ সেটিংস ওপেন করুন।

২। ডেটা ও স্টোরেজ ইউসেজ সিলেক্ট করুন।

৩। মোবাইল ডেটা অপশন সিলেক্ট করে 'ফটো’, 'অডিও’, 'ভিডিও’ ও 'ডকুমেন্ট’ অপশন গুলি থেকে সিলেকশন তুলে নিন।

৪। অয়াইফাই ও রোমিং এর মধ্যে গিয়েও একই কাজ করুন।

চ্যাট ব্যাক আপ থেকে ভিডিও বাদ দিন

এছাড়াও চ্যাট ব্যাক আপ থেকে ভিডিও বাদ দিয়ে ডেটা বাঁচাতে পারবেন। সেটিংসে গিয়ে 'চ্যাট’ অপশন সিলেক্ট করে 'ইনক্লিউড ভিডিও’ টগল অফ করে দিন।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
শিল্প খাতের মহানায়ক, সাহসী উদ্যোক্তা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা