শিক্ষককে বাঁচাতে সস্ত্রীক রক্ত দিলেন সাংসদ আজিজ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ২২:১০
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশের একজন শিক্ষকের জীবন বাঁচাতে সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আব্দুল আজিজ সস্ত্রীক রক্ত দিয়েছেন।

রবিবার বিকালে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) অসুস্থ তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম হার্টের সাতটি ব্লক নিয়ে ওপেন হার্ট সার্জারির জন্য ভর্তি হন। এ সময় তার ছয় ব্যাগ রক্তের জন্য তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন।

সোমবার রাত ১১টার দিকে তার আবেগঘন স্ট্যাটাসটি সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আব্দুল আজিজের নজরে আসে। এরপরে তিনি গুলশানের বাসা থেকে স্ত্রী ডা. হাফিজা সুলতানাকে ঘুম থেকে ডেকে তোলেন। সে সময়ে গাড়িচালক ঘুমিয়ে পড়ায় তাকে না ডেকে নিজেই গাড়ি চালিয়ে রওনা হন হাসপাতালে। সেখানে অসুস্থ শিক্ষক আব্দুস সালামকে দেখে তার চিকিৎসার খোঁজ নেন।

পরে স্ত্রীসহ সাংসদ আজিজ তাদের রক্তের গ্রুপ নির্ণয় করে তিনি ও তার স্ত্রী দুই ব্যাগ রক্ত দেন। পরে হাসপাতালের চিকিৎসকদের সাথে শিক্ষককের চিকিৎসা ব্যাপারে আলোচনা শেষে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় প্রধান শিক্ষক আব্দুল সালাম তাদের মানবিকতা দেখে কেঁদে ফেলেন। তিনি সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া চান।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
ইরান ও ইউক্রেন নিয়ে ট্রাম্প-পুতিন এক ঘণ্টা ফোনালাপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা