সহায়তার হাত বাড়ালেন ফুটবলার সোহেল রানা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ২৩:২৮
অ- অ+

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে অসহায় ও দুস্থ মানুষদের গত ২৭ মার্চ থেকে ‘একবেলা খাবার’ দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০০ অসহায় ও দুস্থ মানুষদের আহারে বাফুফের এই উদ্যোগে সহায়তায় হাত বাড়িয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ জেমি ডে, সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস ও দলের অন্য খেলোয়াড়রা। এখনও অনেকে এই উদ্যোগের সাথে জড়িত।

এবার নতুন করে যোগ হলেন জাতীয় দল ও আবাহনী লিমিটেডের মিডফিল্ডার সোহেল রানা। সোমবার দুপুরে অসহায় ও দুস্থ মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করেন তিনি।

এর আগে, বাফুফের এই উদ্যোগের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে হুইল চেয়ারে বসা একজন অসহায় নারীর ছবি দিয়ে জয় টুইট করে লিখেছিলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য গর্ব হচ্ছে। অসহায়, অভাগা মানুষদের মাঝে তারা নিরাপদে খাদ্য বিতরণ করছে। সব কিছু বন্ধ থাকার সময়টাতে তারা এ কাজ চালিয়ে যাবে। আমরা একসাথে করোনাভাইরাসের বিপক্ষে জয়ী হব।’

জয়ের পাশাপাশি বাফুফের এই উদ্যোগের প্রশংসা করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ভেরিফাইড পেইজ টুইটারে দুঃস্থদের মাঝে বাফুফের খাবার বিতরণের ছবি পোস্ট করে লিখে, ‘বাংলাদেশের অসহায় মানুষরা খাবারের জন্য সংগ্রাম করছে। প্রশংসনীয়ভাবে বাফুফে তাদের দুপুরের খাবার দিচ্ছে।’

(ঢাকাটাইমস/৬ এপ্রিল/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা