নতুন ম্যাকবুক ও আইপ্যাড প্রো আনছে অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ০৯:৫৬
অ- অ+

নতুন ম্যাকবুক ও আইপ্যাড প্রো আনছে অ্যাপল। আগামী মাসে নতুন ম্যাকবুক প্রো এবং আইপ্যাড প্রো বাজারে আসার কথা রয়েছে। অ্যাপলের আপকামিং ম্যাকবুক প্রো হবে ১৩ ইঞ্চির।

যদিও আসছে ফল ইভেন্টে অ্যাপল তাদের আইফোন বাজারে আনবে। এগুলো হলো আইফোন এসই টু কিংবা আইফোন নাইন। এর আগে বাৎসরিক প্লান অনুযায়ী নতুন ডিভাইস বাজারে ছাড়ার ঘোষণা এলো।

টেক অ্যানালিস্ট জন প্রেসর জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই বাজারে আসছে অ্যাপল ম্যাকবুক প্রো এবং আইপ্যাড প্রো। টুইটারের মাধ্যমে তিনি এই তথ্য জানান।

যদিও তিনি নতুন ডিভাইস দুইটির স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবুও ধারণা করা যাচ্ছে ১৩ ইঞ্চির ম্যাকবুক প্রোতে থাকছে অ্যাপলের নতুন ম্যাজিক কি-বোর্ড। এই কি-বোর্ড নতুন ম্যাকবুক এয়ার ল্যাপটপ এবং ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রোতে দেখা গেছে।

জন প্রসেসর জানিয়েছেন, অ্যাপল তাদের নতুন ম্যাকবুকে প্রতিষ্ঠানটির দশম প্রজন্মের চিপসেট রাখতে পারে।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা