বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদ কারাগারে

বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন আব্দুল মাজেদকে (অব.) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) জুলফিকার হায়াতের আদালত তাকে কারাগারে পাঠান।
এর আগে বেলা সোয়া ১২টার দিকে আব্দুল মাজেদকে জুলফিকার হায়াতের আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
মঙ্গলবার ভোরে রাজধানীর মিরপুর সাড়ে ১১ নাম্বার থেকে আব্দুল মাজেদকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) একটি দল। গণমাধ্যমে বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কবে কিভাবে দেশে এসেছে এই খুনি সেই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি সরকারের পক্ষ থেকে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক ছয় খুনির মধ্যে আব্দুল মাজেদ অন্যতম। পলাতক বাকি খুনিরা হলেন আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এম রাশেদ চৌধুরী, এসএইচএমবি নূর চৌধুরী ও রিসালদার মোসলেম উদ্দিন। আসামিরা সবাই সাবেক সেনা কর্মকর্তা। তারা বিভিন্ন দেশে পলাতক অবস্থায় আছেন। সরকার তাদের ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। ৩৪ বছর পর ২০০৯ সালের ১৯ নভেম্বর বর্বরোচিত এই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়। খুব ধীরে দীর্ঘ বারো বছরে নিম্ন আদালত থেকে শুরু করে আইনের প্রতিটি ধাপ স্বচ্ছতার সঙ্গে অতিক্রম করে সর্বোচ্চ আদালতের মাধ্যমে স্বঘোষিত খুনিদের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ আসামির মধ্যে কারাবন্দি পাঁচ আসামির ২০১০ সালের ২৮ জানুয়ারি দিবাগত রাতে ফাঁসি কার্যকর হয়। তারা হলেন সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মুহিউদ্দিন আহমেদ, বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য ছয় আসামি পলাতক ছিলেন। তাদের মধ্যে আবদুল মাজেদকে আজ গ্রেপ্তার করা হয়।
এছাড়া পলাতক বাকি পাঁচজনের মধ্যে লে. কর্নেল (অব.) খন্দকার আব্দুর রশিদ (বরখাস্ত) লিবিয়া ও বেলজিয়ামে অবস্থান করছেন। বেশিরভাগ সময় লিবিয়াতে থেকেই ব্যবসা-বাণিজ্য করছেন। লে. কর্নেল (অব.) শরীফুল হক ডালিম (বরখাস্ত) পাকিস্তানে অবস্থান করছেন বলে জানা গেছে। লে. কর্নেল (অব.) এ এম রাশেদ চৌধুরী (বরখাস্ত) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, লে. কর্নেল (অব.) এন এইচ এমবি নূর চৌধুরী (বরখাস্ত) কানাডায় রয়েছেন। আর রিসালদার মোসলেম উদ্দিন ভারতের কারাগারে আটক বলে অনেকে ধারণা করছেন।
ঢাকাটাইমস/৭এপ্রিল/এসএস/এমআর
সংবাদটি শেয়ার করুন
আদালত বিভাগের সর্বাধিক পঠিত
আদালত এর সর্বশেষ

এরশাদকে অব্যাহতি দিয়ে মেজর মঞ্জুর হত্যা মামলার চার্জশিট

পালিয়ে বিয়ে: স্ত্রী-সন্তানকে স্বামীর জিম্মায় দিতে হাইকোর্টের নির্দেশ

জন্ম নিবন্ধনে ফিঙ্গার প্রিন্ট কেন নয়: হাইকোর্ট

দিহান যৌনবর্ধক ও মাদক নিয়েছিল কি না পরীক্ষার নির্দেশ

পিকে হালদারের বান্ধবী তিন দিনের রিমান্ডে

বাউল রিতা দেওয়ানের জামিন

ছাত্রাবাসে গণধর্ষণ: ৮ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

খালেদার বড়পুকুরিয়া দুর্নীতি মামলার অভিযোগ গঠন পেছাল

এবার মাদক মামলায় পাপিয়া দম্পতির বিচার শুরু
