অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখার কাজ মতিঝিল আমিন কোর্ট শাখায়

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ১৪:২২
অ- অ+

অগ্রণী ব্যাংকের প্রধান শাখা লকডাউন হওয়ায় যাবতীয় কার্যাবলী পার্শ্ববর্তী আমিন কোর্ট কর্পোরেট শাখার মাধ্যমে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্রণী ব্যাংক লিমিটেডের প্রধান শাখার একজন সিনিয়র অফিসারের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে। এজন্য জাতীয় স্বার্থ এবং ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীদের কথা চিন্তা করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবরে একটি আবেদন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। আবেদনে অগ্রণী ব্যাংকের প্রধান শাখা লকডাউন করে যাবতীয় কার্যাবলী পার্শ্ববর্তী আমিন কোর্ট কর্পোরেট শাখার মাধ্যমে সম্পন্ন করার বিষয়টি বিবেচনায় আনার জন্য অনুরোধ করা হয়। সে প্রেক্ষিতে অগ্রণী ব্যাংকের প্রধান শাখার লকডাউন হওয়ায় যাবতীয় কার্যাবলী পার্শ্ববর্তী আমিন কোর্ট কর্পোরেট শাখার মাধ্যমে (ক্লিয়ারিং, বিইএফটিএন, সীমিত আকারে ক্যাশ লিফটিং, ফিডিং ইত্যাদি) সম্পন্নকরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান শাখার সকল গ্রাহককে ব্যাংকিং কার্যক্রমের জন্য পার্শ্ববর্তী আমিন কোর্ট কর্পোরেট শাখায় যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

ঢাকাটাইমস/০৯এপ্রিল/ আরএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
জাতীয় পার্টি আর ভাঙবেন না, বাবাকে আর অপমান করবেন না: এরিক এরশাদ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, পেশাদার মাদক কারবারিসহ ৩৫ জন গ্রেপ্তার
বাংলাদেশের উন্নয়নে পল্লীবন্ধু এরশাদের অবদান অনস্বীকার্য: মামুনুর রশীদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা