নিজেদের ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য প্রণোদনা ইইউর

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ১৫:৩৮
অ- অ+

নভেল করোনাভাইরাসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তায় ৫০ হাজার কোটি ইউরোর প্রণোদনা দিতে একমত হয়েছেন দেশগুলোর অর্থমন্ত্রীরা। গত ক’দিনের টানা আলোচনার পর বৃহস্পতিবার রাতে ইউরোগ্রুপের চেয়ারম্যান মারিয়ো সেন্টেনো নতুন এ ঘোষণা দিয়েছেন। বিবিসি।

গেল বছরের ডিসেম্বরের শেষদিকে চীনের উহানে শনাক্ত হওয়ার পর নভেল করোনাভাইরাস চীন, ইরানের পর ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন হাজারে হাজারে আক্রান্ত হওয়ার পাশাপাশি হাজারো প্রাণও কেড়ে নিচ্ছে প্রাণ সংহারক এই ভাইরাস।

ইউরোপের ইতালিতেই বিশ্বের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের মৃত্য হয়েছে। এই মহাদেশে আরেক দেশ স্পেনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে, গত বৃহস্পতিবার পর্যন্ত দেড় লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা পেরিয়ে গেছে ১৫ হাজার।

ফেব্রুয়ারিতে মহামারীর আখ্যা পাওয়া করোনাভাইরাস থমকে দিয়েছে বৈশ্বিক অর্থনীতি। ১৯৩০ সালের মহামন্দা পরবর্তী সময়ে এবারই বিশ্বের অর্থনীতি সবচেয়ে ভয়াবহ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করেছেন।

বিবিসি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তায় প্রণোদনার বিষয়ে একমত হলেও ব্রাসেলসের আলোচনায় ইউরোপের মন্ত্রীরা ফ্রান্স ও ইতালির প্রস্তাবিত ইউরোবন্ড চালুর বিষয়ে এক হতে পারেননি। আবার প্রণোদনায় যে পরিমাণ অর্থের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা ইউরোপের সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) চাহিদার চেয়েও কম।

তবে ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লেমেয়ার নতুন এ প্রণোদনা প্যাকেজকে স্বাগত জানিয়ে একে ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিকল্পনা বলে মন্তব্য করেছেন। ইউরোপ যে সিদ্ধান্ত নিয়েছে এর ফলে তারা সংকটের ভার নিতে প্রস্তুত বলেও জানিছেন তিনি।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা