৪০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে রেড ক্রিসেন্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২০, ১৮:২৭
অ- অ+

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত দেশের অসহায় ও নিম্ন আয়ের ৭৫ হাজার পারিবারকে খাদ্য সহায়তা প্রদানের পরিকল্পনার মধ্যে প্রাথমিক পর্যায়ে রাজধানীসহ সারাদেশের ৪০ হাজার পরিবারের মাঝে সাত দিনের জন্য ফুড পার্সেল (চাল,ডাল, ভোজ্যতেল, চিনি, লবণ ও সুজি) বিতরণ শিগগির শুরু করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

সংস্থাটি জানাচ্ছে, করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের কাছে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দিতে স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী সহযোগিতা করছে সোসাইটির স্বেচ্ছাসেবকরা। পাশাপাশি করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানসহ হাটবাজার ও জনসমাগম স্থানকে জীবণুমুক্ত করতে জীবাণুনাশক স্প্রে করা, স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারপত্র বিতরণ, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা এবং প্রতিনিয়ত হাতধোয়ার অভ্যাস গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধিসহ নানা কার্যক্রম অব্যাহত রেখেছে সংস্থাটি।

শনিবার সোসাইটির জাতীয় সদরদপ্তরের উদ্যোগে পরিচালিত জীবাণুমুক্তকরণ ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্বাস্থ্য অধিদপ্তর, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জীবাণুনাশক কার্যক্রম পরিচালনা করে রেড ক্রিসেন্টর স্বেচ্ছাসেবকরা।

এছাড়া শনিবার দিবাগত রাতে নিয়মিত কার্যক্রম হিসেবে রাজধানীর আটটি হাসপাতালে জীবাণুনাশক স্প্রে করবে রেড ক্রিসেন্ট।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এনআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
ঘুষ কম দেওয়ায় সেবাগ্রহিতার মাথা ফাটালেন অফিস সহকারী
এস আলম গ্রুপের অপকর্মের সহযোগী সাবেক জামায়াত নেতা ফখরুলের বিএনপির মনোনয়ন বাসনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার বিরুদ্ধে ধর্ষণ হুমকির মামলা!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা