৫৭টি কারাগারে করোনার সুরক্ষা সরঞ্জাম দেবে রেড ক্রিসেন্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২০, ২০:৪৪
অ- অ+

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের ৫৭টি কারাগারে দায়িত্বরত কারারক্ষীদের স্বাস্থ্যসুরক্ষা উপকরণ দেয়ার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

সংস্থাটি জানাচ্ছে, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগ এই কার্যক্রমটি বাস্তবায়ন করছে।

রবিবার রেড ক্রিসেন্ট সোসাইটি ও কোকাকোলার যৌথ উদ্যোগে মুগদা জেনারেল হাসপাতাল, সাজেদা ফাউন্ডেশন হাসপাতাল, আইসিডিডিআরবি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর ৬টি হাসপাতালে ১২ হাজার বোতল নিারপদ খাবার পানি পৌঁছে দেন।

অন্যদিকে আজ সোসাইটির জাতীয় সদর দপ্তরের উদ্যোগে পরিচালিত জীবাণুমুক্তকরণ ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জীবাণুনাশক কার্যক্রম পরিচালনা করে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। এছাড়াও আজ দিবাগত রাতে নিয়মিত কার্যক্রম হিসেবে রাজধানীর ৮টি হাসপাতালে জীবাণুনাশক স্প্রে করা হবে।

গত ২২ মার্চ থেকে অদ্যবধি রাজধানীসহ দেশের ৬৪ জেলার ৬৮টি রেড ক্রিসেন্ট ইউনিটে করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং,স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ (সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক) হাসপাতাল, হাটবাজার ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/দপ্তর, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে করোনাভাইরাসের জীবাণুমুক্ত করতে জীবাণুনাশক স্প্রে করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়, যা বর্তমানে চলমান রয়েছে।

সংস্থাটি জানাচ্ছে, জীবাণুনাশক স্প্রে করাসহ সবধরণের সচেতনতামূলক কর্মকান্ড বাস্তবায়নে সোসাইটির সব পর্যায়ের স্বেচ্ছাসেবকরা প্রাতিষ্ঠানিক কোয়াইন্টাইনে থেকে কাজ করছে।

তাদের অবদানের কথা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এনআই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে নগরভবনে তালা
জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু 
নোয়াখালীতে বন্দুকসহ মাদক কারবারি আটক 
যেভাবে আওয়ামী লীগবিরোধী মুখ হয়ে ওঠেন আন্দালিব পার্থ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা