বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা

পুলিশের বিদায়ী মহাপরিদর্শক (আইজি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সংবর্ধনা দিয়েছে পুলিশ সদরদপ্তরের কর্মকর্তারা। বুধবার দুপুরে পুলিশ সদরদপ্তরের সম্মেলন কক্ষ কৃষ্ণচূড়ায় এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এর আগে নতুন আইজিপি ড. বেনজীর আহমেদ দায়িত্ব বুঝে নেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী আইজিপিকে একজন সফল আইজিপি আখ্যায়িত করে তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তাঁরা সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ড. জাবেদ পাটোয়ারীর কর্মজীবনের সাফল্য, তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেন।
সদ্য সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীও তাঁর দায়িত্বপালনকালে সার্বিক সহযোগিতা দেওয়ায় পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
নবনিযুক্ত আইজিপিকে একজন দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করে জাবেদ পাটোয়ারী বলেন, ‘তাঁর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ পুলিশ বাহিনী আরো জনবান্ধব হিসেবে গড়ে উঠবে।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘নবনিযুক্ত আইজিপি বাংলাদেশ পুলিশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন।’
অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) ড. মো. মইনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদ এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা বক্তব্য রাখেন।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজিপিরা, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সামাজিক দূরত্ব ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এসএস/এইচএফ)
মন্তব্য করুন