করোনা দুর্যোগে অসহায়দের পাশে আইনজীবী লিওন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২০, ১৭:২৪
অ- অ+

করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে বরগুনার বামনা-বেতাগি ও পাথরঘাটা এলাকায় গরিব অসহায় অসচ্ছল মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চালাচ্ছেন বিএনপিপন্থী আইনজীবী সগীর হোসেন লিওন।

সুপ্রিম কোর্টের এই আইনজীবী ইতিমধ্যে এসব এলাকার মানুষের মাঝে চাল ডাল তেল পেঁয়াজের প্যাকেট বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন।

সগীর হোসেন ঢাকা টাইমসকে বলেন, বামনায় ইতিমধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। বেতাগী ও পাথরঘাটায়ও বিতরণ করা হবে।

বরগুনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সগীর হোসেন লিওন বলেন, ঈদ পূজাসহ বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। এই করোনা দুর্যোগেও সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াচ্ছি।

বিএনপিপন্থী আইনজীবী জানান, সাধারণ ছুটিতে সবকিছু বন্ধ থাকায় তার এলাকার নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষেরা চরম কষ্টে আছে। তিনি ওই এলাকায় ত্রাণ তৎপরতা জোরদারে সরকারের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, সগীর হোসেন লিওন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য। তিনি বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামেরও সদস্য। গত নির্বাচনে বরগুনা-২ (বেতাগী, বামনা, পাথরঘাটা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এআইএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
ইশরাকের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাইল স্থানীয় সরকার বিভাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা