টাঙ্গাইলে উপসর্গহীন অ্যাম্বুলেন্সচালক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২০, ১৭:৫৯

টাঙ্গাইলের সখীপুরে নতুন করে এক অ্যাম্বুলেন্সচালক করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত ওই ব্যক্তির মধ্যে কোন প্রকার করোনা উপসর্গ ছিল না। করোনা আক্রান্ত অ্যাম্বুলেন্স চালক উপজেলার পৌর এলাকার ৬নং ওয়ার্ডের বাসিন্দা।

সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান বলেন, ‘আক্রান্ত ওই ব্যক্তি অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে নিয়মিত ঢাকায় যাতায়াত করতেন। পরে তার নমুনা সংগ্রহ করা হয়। রবিবার রাতে তার নমুনায় করোনা পজিটিভ আসার কথা জানা গেছে। করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িটি লকডাউন করা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, ‘রবিবার জেলার বিভিন্ন উপজেলা থেকে ৯১ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। এর মধ্যে ২৬ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা পজিটিভ আসে। তিনি সখীপুর উপজেলার বাসিন্দা। এছাড়াও জেলার দেলদুয়ার উপজেলার বাসিন্দা এক ব্যক্তি রাজবাড়ীতে করোনা পরীক্ষা করায়। সেখানে তার করোনা পজিটিভ আসে। তবে দেলদুয়ারের আক্রান্ত ব্যক্তি তার শ্বশুরবাড়ি ধামরাইয়ে থাকতেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জনে।’

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :