পিরোজপুরে চাল বিতরণে অনিয়মে ডিলারের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২০, ২১:৫৩
অ- অ+

পিরোজপুরের নাজিরপুরে ন্যায্য মূল্যের চাল বিতরণে অনিয়মের অপরাধে শামীম গাজী নামে এক ডিলারকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ডিলার শামীম গাজী উপজেলার মালিখালী ইউনিয়নের জুগিয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গত ২৮ এপ্রিল ওই ইউনিয়নের ২নং দক্ষিণ ঝনঝনিয়া গ্রামের ভুক্তভোগী ফিরোজা বেগমসহ ছয় জন মিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনসহ(দুদক)বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে ন্যায্য মূল্যের চাল বিতরণে অনিয়মের অভিযোগ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরেজমিনে তদন্ত করে তার বিরুদ্ধে এ অভিযোগের প্রমাণ পাওয়ায় শামীম গাজী নামে ওই ডিলারকে এ কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকাটাইমস/৩০এপ্রিল/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোয়াখালীতে বন্দুকসহ মাদক কারবারি আটক 
যেভাবে আওয়ামী লীগবিরোধী মুখ হয়ে ওঠেন আন্দালিব পার্থ
কলাবাগানে ৪০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দৃষ্টিনন্দন-পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল গাড়ির যাত্রা শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা