শৈলকুপায় মুদি দোকানিকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহের শৈলকুপায় জোয়াদ আলী (৪৫) নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। রবিবার সকালে উপজেলার সুবিদ্দা গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জোয়াদ আলী ওই গ্রামের দলিল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে কে বা কারা জোয়াদ আলীর দোকানের সামনে মলত্যাগ করে। সকালে দোকান খুলতে গিয়ে তিনি তা দেখে শোরগোল শুরু করে। এময় প্রতিবেশী হায়দারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হায়দার ও তার লোকজন জোয়াদ আলীকে মারধর করে। পরে আহত জোয়াদ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
ঢাকাটাইমস/৩মে/পিএল

মন্তব্য করুন