করোনা আক্রান্ত বিটিভির ডিজি ও তার স্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের বিটিভি) মহাপরিচালক (ডিজি) এস এম হারুন অর রশীদ ও তার স্ত্রী। রবিবার নমুনা পরীক্ষার পর তাদের দেহে কোভিড-১৯ পজেটিভ বলে শনাক্ত হয়েছে।
তারা নিজ বাসায় আইসোলেশনে আছেন। এছাড়া গত কয়েকদিন যারা তাদের সংস্পর্শে এসেছিলেন সবাইকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এর মধ্যে বিটিভির কর্মীদের একটি দলও আছে।
এর আগে শনিবার রাত পর্যন্ত বেসরকারি টেলিভিশন এনটিভির মোট ১৩ জন করোনা আক্রান্ত বলে জানা গেছে। এর মধ্যে দুজন রিপোর্টার, একজন নিউজ এডিটর, ছয়জন ক্যামেরাম্যান ছাড়াও নিউজ প্রেজেন্টার ও মেকাপম্যানসহ আরও ৪ জন রয়েছেন। আরও অনেকেই আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশে করোনাভাইরাস হানা দেয়ার পর রোববার পর্যন্ত ৫৫ সংবাদকর্মী করোনায় আক্রান্ত এবং তাদের মধ্যে একজন সিনিয়র সাংবাদিক মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১১ জন।
গত ২৮ এপ্রিল রাতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক হুমায়ূন কবীর খোকন।
(ঢাকাটাইমস/৪মে/এইচএফ)
মন্তব্য করুন