লোহাগাড়ায় বৌদ্ধ মন্দিরে হামলা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিরবিলা বড়ুয়া সম্প্রদায়ের একমাত্র ধর্মীয় উপাসনালয় বিবিরবিলা শান্তি বিহারে রাতের অন্ধকারে সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৌদ্ধ মন্দিরে রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। এতে কেনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, প্রজেক্টে মাছ ধরতে যাওয়াকে কেন্দ্র করে মৌলভী হেলালের সঙ্গে সামান্য কথা-কাটাকাটির জের ধরে মন্দিরে হামলার ঘটনা ঘটে। রাতে তিনি দল বেঁধে মন্দিরের উপর হামলা চালায় ও ভাংচুর করে।
হামলাকারীরা মন্দিরের প্রাচীর এবং প্রধান গেইট ভেঙে ঘেরার ভেতর ঢুকে মন্দিরের দরজা জানালা ভেঙে চুরমার করে ফেলেছে। এলাকাবাসী জানায়, এ সময় দুর্বৃত্তরা কয়েকটি ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
সাতকানিয়া-লোহাগাড়া বৌদ্ধ ভিক্ষু সমিতির সাবেক সেক্রেটারি এবং বিবিরবিলা শান্তি বিহার অধ্যক্ষ ভদন্ত এস. ধর্মতিলক ভিক্ষু বলেন, ঘটনার দিন গভীর রাতে সেহরি খাওয়ার পরপরই কেরাটি কালু ও মৌলভী হেলাল উদ্দিনের নেত্বতে ১৫০ থেকে ২০০জন সশস্ত্র সন্ত্রাসী মন্দিরে হামলা ও ভাংচুর করে।
তিনি বলেন, পরে আমি মন্দিরের মাইকে এলান করলে সেহেরি খাওয়ার জন্য উঠা মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা মিছিলসহ চলে যায়।
এই বিষয়ে লোহগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসেন মাহমুদ বলেন, অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দিরের হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। দেশের ধর্মীয় সম্প্রীতির উজ্জল দৃষ্টান্তকে কিছুতেই নষ্ট করতে দেয়া যাবে না।
(ঢাকাটাইমস/৪মে/কেএম)

মন্তব্য করুন