পরিবার তাদের ডিভোর্স চায়নি

১৯৯৮ সালে বিয়ে করেছিলেন বলিউডের তারকা জুটি আরবাজ খান ও মালাইকা অরোরা। বিয়ের আগে তাদের প্রেম ছিল মাখোমাখো। একসময় বলি পাড়ার ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত ছিলেন আরবাজ-মালাইকা। কিন্তু আজ তারা একে অপরের থেকে অনেক দূরে। তিন বছর হতে চলল তাদের ডিভোর্স হয়েছে। কিন্তু দুই তারকার ছাড়াছাড়ি মেনে নিতে পারেননি অধিকাংশ ভক্ত।
শুধু ভক্তরাই বা কেন, আপত্তি ছিল আরবাজ-মালাইকার পরিবারের তরফ থেকেও। এমনকি বিচ্ছেদের আগের রাতেও মালাইকার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরিবারের লোকেরা। সেই রাত, সেই সিদ্ধান্ত নিয়েই সম্প্রতি কারিনা কাপুরের চ্যাট-শোতে খোলাখুলি কথা বলেন মালাইকা। এই লকডাউন পিরিয়ডে যা রীতিমতো ভাইরাল। কী বললেন মালাইকা? কী বলেছিলেন পরিবারের লোকেরা তাদের বিচ্ছেদ নিয়ে?
মালাইকার কথায়, ‘সবাই বলেছিল কোরো না। বিচ্ছেদের পথে পা দিও না। আমি আদৌ এই সিদ্ধান্তে শিওর কি না তা নিয়েও উড়ে এসেছিল প্রশ্ন।’ পরিবারের লোকেরা তার জন্য বেশ চিন্তায় ছিলেন সে কথাও জানান ‘ছাইয়া ছাইয়া গার্ল’। আরবাজ-মালাইকার ছেলে আরহান তখন বেশ ছোট। বাবা-মায়ের এত বড় সিদ্ধান্তে তার কী প্রতিক্রিয়া হয়েছিল? মালাইকা বলেন, ‘ছেলের কাছে আমার খুশিই সবচাইতে ম্যাটার করে। পুরো ব্যাপারটাই খুব ভালোভাবে গ্রহণ করেছিল সে।’
তবে বিচ্ছেদের সিদ্ধান্ত মোটেও সহজ ছিল না। এ নিয়ে কাদা ছোড়াছুড়ি যে হবে তা জানতেন দুজনেই। তাই সোশ্যাল মিডিয়ায় খবরটা একসঙ্গেই জানিয়েছিলেন। নায়িকা পরিবারকেও পাশে পেয়েছিলেন সেই কঠিন সময়ে। কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি। বয়সে অনেক ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ানোয় কথা শুনতে হয়েছিল মালাইকাকে। যদিও কোনো ধরনের সমালোচনা ও বিতর্ক পাত্তা না দিয়ে বর্তমানে ভালো আছেন অর্জুন-মালাইকা।
অন্যদিকে, সুপারস্টার সালমান খানের ছোট ভাই আরবাজ খানও ভালোবাসা খুঁজে পেয়েছেন বিদেশি তরুণী জর্জিনার মধ্যে। খান পরিবারের সব অনুষ্ঠানেই এখন তাকে দেখা যায়। আরবাজের ছেলে আরহানের বাবার নতুন প্রেমিকের সঙ্গে বেশ ভালো সম্পর্ক। বলিউডে গুঞ্জন রয়েছে, শিগগিরই বিয়ে করবেন আরবাজ-জর্জিয়া। তবে শেষ পর্যন্ত কী হয়, সেটার অপেক্ষায় সবাই।
ঢাকাটাইমস/০৮মে/এএইচ

মন্তব্য করুন