দেবলীনার আবাসনে করোনার হানা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৮ মে ২০২০, ১১:৫৩
অ- অ+

ভারতকে সম্প্রতি করোনার হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। লকডাউনের মেয়াদ বাড়লেও দেশটিতে রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহারের কথা বারবার বলা হলেও অনেকেই তা মানছেন না। মহারাষ্ট্র মুম্বাইয়ে বৃহস্পতিবারই নতুন করে ১০০০ জনের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন।

এবার করোনার প্রকোপে ‘বিগ বস’ তারকা দেবলীনা ভট্টাচার্যের আবাসনে। সম্প্রতি ওই আবাসনের এক বাসিন্দার করোনা ধরা পড়েছে। এর পরই অভিনেত্রীকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। শোনা যাচ্ছে, ওই ব্যক্তি আবাসনের বেশ কিছু পরিবারে যাওয়া আসা করেছেন। তাদের সকলকেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এছাড়া পুরো আবাসনটি কন্টামিনেটেড ঘোষণা করা হয়েছে। এমনকী, দেবলীনার পরিচারিকাকেও বাড়িতে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা জানান, বলা হচ্ছিল তার রাঁধুনির করোনা হয়েছে। কিন্তু সেই তথ্য ঠিক নয়। আবাসনের অন্য এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

ঢাকাটাইমস/০৮মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা