সেই গারো ২৫০ পরিবারকে খাবার দিল ছাত্র অধিকার পরিষদ

গারো সম্প্রদায়ের ২৫০ পরিবারের ঘরে খাবার নেই, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর তাদের পাশে দাঁড়িয়েছে ছাত্র অধিকার পরিষদ ও গণস্বাস্থ্য কেন্দ্র। ছাত্র অধিকার পরিষদের তত্ত্বাবধানে গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গারো পরিবারগুলোর মধ্যে এক মাসের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বৃহস্পতি ও শুক্রবার দুদিনে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় তাদের হাতে।
ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘গারো পরিবারগুলো অনাহারে আছে এ খবরে আমরা তাদের সাহায্যে হাত বাঁড়িয়েছি। একমাসের খাবার দেওয়া হয়েছে, পরে প্রয়োজন হলে সংগঠনের পক্ষ থেকে আবারও তাদের সহযোগিতা করা হবে।’
খাবার বিতরণে সংগঠনটির ময়মনসিংহ জেলা, আনন্দ মোহন কলেজ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং ফুলবাড়িয়া শাখা কমিটির সদস্য সহযোগিতা করেছে।
(ঢাকাটাইমস/৮মে/এসএস/এইচএফ)
মন্তব্য করুন