দুস্থ প্রতিবন্ধীদের খুঁজে খুঁজে বিএনপি নেতার সহায়তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মে ২০২০, ১৮:১৫

করোনার প্রকোপে দিশেহারা খেটে খাওয়া ও দুস্থ মানুষ ছুটছে খাবারের আশায়। একাধিক জায়গা ঘুরে কিছু না কিছু পাচ্ছেন এদের অনেকে। কিন্তু দুস্থদের মধ্যেও প্রতিবন্ধী যারা তাদের সেই সুযোগ নেই বললেই চলে। তাই এদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ড. এম এ মুহিত। তার পক্ষ থেকে প্রতিবন্ধীদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে খাদ্যসামগ্রী।

একাদশ সংসদ নির্বাচনে এই আসনের ধানের শীষের প্রার্থী এম এ মুহিত বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তার পক্ষ থেকে উপজেলার নেতারা প্রতিবন্ধী আছেন এমন ২৫০টি পরিবারে ১৫ দিনের খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন।

প্রতিবন্ধীদের জন্য এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ। ঘরে বসে দুর্দিনে খাদ্য সহায়তা পেয়ে খুশি এসব পরিবারে সদস্যরা। সহায়তা পাওয়া এসব পরিবারের মধ্যে কেউ দৃষ্টি প্রতিবন্ধী, কেউ বা বিকলঙ্গ।

এদিকে এম এ মুহিতের সহায়তায় উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি পৌরসভাসহ মোট ১৪টি ইউনিয়নে সাড়ে পাঁচ হাজার কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘আমাদের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে অসহায় মানুষকে সহায়তা করেছি। উপজেলার আহ্বায়ক এম এম মুহিতের পক্ষ থেকে বিশেষভাবে প্রতিবন্ধীদের জন্য দেয়া সহায়তাও সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছি।’

(ঢাকাটাইমস/০৯মে/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কেরানীগঞ্জে আ.লীগের নির্বাচনি প্রচারে যুবদলের নেতারা!

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

এই বিভাগের সব খবর

শিরোনাম :