ফের নীলফামারীর কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার হানা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ মে ২০২০, ০০:৩২ | প্রকাশিত : ১৬ মে ২০২০, ০০:২১

ফের করোনাভাইরাস হানা দিলো নীলফামারীর কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে। এবারে একজন ভ্যাকসিন পোর্টার করোনায় আক্রান্ত হয়েছেন। লকডাউন করা হলো পাঁচটি কোয়ার্টার।

কিশোরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্যাকসিন পোর্টার তৈয়ব আলীর (৪৫) শরীরে কোভিট-১৯ শনাক্ত হয়েছে। তিনি কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পশ্চিমপাড়া গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে । তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ১০ মে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়।

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ তার শরীরে করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার আইইডিসিআর রিপোর্টে করোনা শনাক্ত হয়। তাকে আইসোলেসনে রাখা হয়েছে। করোনা আক্রান্ত ওই ব্যক্তির উপসর্গ রয়েছে। তিনি হাসপাতাল চত্বরে থাকেন। তাকে নীলফামারী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচটি কোয়ার্টার লকডাউন করা হয়েছে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক।

(ঢাকাটাইমস/১৬মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :