করোনামুক্ত হয়ে কর্মস্থলে ফিরলেন ভৈরবের সাত চিকিৎসক

করোনামুক্ত হয়ে কর্মস্থলে ফিরলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাত চিকিৎসক। করোনা থেকে সুস্থ হওয়ার পর গত শনিবার তারা কর্মস্থলে ফিরেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ জানান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কিশোর কুমার ধর, রাইনা মাসনুন, দেবারতি দাস, ওবাইদুর রহমান, মহাইমিনুল ইসলাম, তানজিদা শারমিন ও শিহাবুল হক ফয়সাল নামে এ সাত চিকিৎসক গত এপ্রিল মাসের বিভিন্ন সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হন। ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিয়ে ১ মে করোনামুক্ত হন তারা। সুস্থ হওয়ার পর তারা ১৪ দিন বাসায় বিশ্রামে ছিলেন।
তিনি আরও জানান, ভৈরবে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৬১ জন। এর মধ্যে এসিল্যান্ড, ১১ জন পুলিশ সদস্য ও ২২ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। যার মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০ জন।
ঢাকাটাইমস/১৭মে/পিএল

মন্তব্য করুন