শচীনের চেয়েও এগিয়ে কোহলি: পিটারসেন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২০, ০৮:৫৫
অ- অ+

শচীন টেন্ডুলকার ও স্টিভ স্মিথের চেয়ে বিরাট কোহলিকে এগিয়ে রাখলেন সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন। জিম্বাবুয়ের প্রাক্তন পেসার পমি বাঙ্গোয়ার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে এমনটাই দাবি করেছেন কেপি।

পিটারসেন বলেছেন, ‘বিরাটের শ্রেষ্ঠত্ব স্বীকার করতেই হবে। ওর রেকর্ড তাড়া করা, ভারতকে ম্যাচ জেতানো, পাহাড়প্রমাণ চাপ সামাল দেওয়া অবিশ্বাস্য। স্মিথ ওর ধারেকাছে নেই।’

শচীনের সঙ্গে বিরাটের তুলনা করতে গিয়ে পিটারসেন বলেছেন, ‘এক্ষেত্রেও আমি বিরাটকে এগিয়ে রাখব। কারণ, ওর রান তাড়া করার রেকর্ড সম্ভ্রম জাগানোর মতো। রান তাড়া করার সময় ওর গড় ৮০। ও একদিনের আন্তর্জাতিকে যতগুলি শতরান করেছে, সে সবই রান তাড়া করার সময়। ওর ধারাবাহিকতাই ভারতকে ম্যাচ জেতায়।’

পিটারসেন আরও বলেছেন, ‘ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলকে জেতানোই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি যখন খেলতাম, কতবার ম্যাচের সেরা হয়েছি আর কতবার ইংল্যান্ডকে জিতিয়েছি, সেটা দেখতাম। ভারতের হয়ে বিরাট সেটাই করে।’

(ঢাকাটাইমস/১৮ মে/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা