এবার ভোক্তা অধিকারের মহাপরিচালক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২০, ২১:৫৭| আপডেট : ১৮ মে ২০২০, ২২:৩৩
অ- অ+

দুজন উপ-পরিচালকসহ ইতিমধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ছয়জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এবার আক্রান্ত হলেন নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখাসহ ভোক্তাদের স্বার্থরক্ষায় কাজ করা সংস্থাটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা।

রবিবার সকালে তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আরেফিন।

জানা গেছে, রবিবার অসুস্থ হয়ে পড়ায় মহাপরিচালক নমুনা পরীক্ষা করান। রাতে টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত ছয়জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে আছেন, উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ বিভাগ) আতিয়া সুলতানা, সহকারী পরিচালক (তদন্ত) শাহনাজ সুলতানা, সহকারী পরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) রজবী নাহার রজনী, গাড়িচালক মিলিয়া খানম।

নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিদিনের বাজার তদারকি, ট্রাকসেল তদারকিতে নিজে অংশ নিতেন বাবলু কুমার সাহা। অভিযানের পাশাপাশি মাঠে থেকে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

গত ২৪ ঘণ্টায় দেশের ৪২টি ল্যাবে আগের সংগ্রহ করা নমুনাসহ নয় হাজার ৭৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৬০২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। আর মারা গেছে ২১ জন। এর আগে গত ১৫ মে ১ হাজার ২০২ জন শনাক্তের রেকর্ড হয়েছে। আর গতকাল (১৭ মে) এক হাজার ২৭৩ জনের শনাক্ত হয়েছিল। এ পর্যন্ত এক লাখ ৮৫ হাজার ১৯৬ জনের করোনা পরীক্ষা করে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৮৭০ জনে।

(ঢাকাটাইমস/১৮মে/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সং‌র‌ক্ষিত নারী আসনের সাবেক এম‌পি লায়লা পারভীন‌ গ্রেপ্তার 
সৌদি আরবে আরও এক হজযাত্রীর মৃত্যু
বেনাপোল সীমান্ত থেকে ২ কোটি  টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নারী নির্যাতনের মামলায় কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা