বিমান চলাচল শুরুর ঘোষণা ভারতের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২০ মে ২০২০, ১৯:০৭

২ মাস পর শুরু হতে চলেছে ভারতের বিমান পরিষেবা। বুধবার এমনটাই জানিয়েছেন দেশটির অসামরিক বিমান পরিষেবা মন্ত্রী হরদীপ সিং পুরী। আগামী ২৫ মার্চ থেকে দেশের মধ্যে বিমান পরিষেবা চালু হবে বলে জানিয়েছেন তিনি। একসঙ্গে সব বিমান না চললেও ক্রমে ক্রমে বিমান চলাচল শুরু করবে ভারত।

২৫ মে থেকে ধীরে ধীরে পরিষেবা শুরু করার জন্য বিমানবন্দরগুলিকে প্রস্তুত হতে বলেছে মোদি সরকার। কীভাবে বুকিং শুরু হবে, সেকথা ক্রমশ জানিয়ে দেবে প্রশাসন।

সোমবার থেকে শুরু হতে চলেছে অভ্যন্তরীণ বিমান পরিষেবা। তবে ক্যালিব্রেটেড পদ্ধতিতে এই পরিষেবা শুরু হবে বলেই ভারত সরকার জানিয়েছে। মার্চ মাসের শেষের দিকে সরকার করোনাভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করলে বিমান পরিষেবাও বন্ধ করা হয়।

ঢাকা টাইমস/২০মে/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :