আম্পানে সৌরভের বাড়ির বেহাল দশা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২০, ১০:৫৯
অ- অ+

ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বিপর্যস্ত গোটা কলকাতা সহ দক্ষিণবঙ্গ। ভেঙে পড়েছে অসংখ্য গাছ, ল্যাম্প পোস্ট। ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে রেহাই পেল না বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িও। ঝড়ের দাপটে হেলে পড়ে একটি আমগাছ। সৌরভ বারান্দা থেকে ঝুঁকে পড়ে সেই গাছের ডাল ধরে টেনে তুলে স্বস্থানে ফিরিয়ে দেন। তিনি ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন।

করোনা ভাইরাসের জেরে ভারতজুড়ে লকডাউন জারি হওয়ার পর থেকেই কলকাতায় নিজের বাড়িতে আছেন সৌরভ। এরই মধ্যে তাঁর আইসিসি সভাপতি হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ক্রিকেট সাউথ আফ্রিকার ডিরেক্টর অফ ক্রিকেট গ্রেম স্মিথ জানিয়েছেন, আইসিসি সভাপতি হওয়ার যোগ্য ব্যক্তি সৌরভ।

বর্তমানে আইসিসি সভাপতি ভারতেরই শশাঙ্ক মনোহর। তার মেয়াদ দু’মাস বাড়তে পারে। এরপর আইসিসি সভাপতি হওয়ার দৌড়ে আছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান কলিন গ্রেভস। তবে স্মিথ বলেছেন, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একজন আইসিসি সভাপতি হলে দারুণ ব্যাপার হবে। তাতে ক্রিকেটেরই লাভ হবে। সৌরভ আধুনিক ক্রিকেট বোঝেন, সর্বোচ্চ স্তরে খেলেছেন, শ্রদ্ধেয় ব্যক্তি। এগিয়ে যাওয়ার জন্য তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ।’

ক্রিকেট সাউথ আফ্রিকার কার্যনির্বাহী চিফ এগজিকিউটিভ জ্যাকুয়েস ফলও আইসিসি সভাপতি হিসেবে সৌরভকে দেখতে চান। তিনি জানিয়েছেন, ‘ফিউচার ট্যুর প্রোগ্রামের নেতৃত্ব দেবে ভারত। সৌরভের সঙ্গে আমাদের বোঝাপড়া অত্যন্ত ইতিবাচক। তিনি আমাদের সাহায্য করেন।’

(ঢাকাটাইমস/২২ মে/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা