দুই হাজার নৌশ্রমিককে ঈদসামগ্রী দিল বিআইডব্লিউটিএ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২০, ২২:২০
অ- অ+

করোনাভাইরাসের কারণে গত ২৪ এপ্রিল থেকে নৌরুটে সবধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছে নৌশ্রমিক, কুলি, মাঝি, দিনমজুররা। এসব কর্মহীন প্রায় দুই হাজার নারী-পুরুষের মাঝে ঈদের বিশেষ খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার ঢাকা নদীবন্দর টার্মিনালে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (ঢাকা নদীবন্দর) এ কে এম আরিফ উদ্দিন জানান, করোনা পরিস্থিতিতে ঈদুল ফিতর উপলক্ষে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে সদরঘাটে ঢাকা নদীবন্দর টার্মিনালে কর্মহীন নৌশ্রমিক, কুলি, মাঝি, দিনমজুর, ভবঘুরে মিলে প্রায় দুই হাজার দরিদ্র-পীড়িত নারী পুরুষের মাঝে শারীরিক দূরত্ব বজায় রেখে বিশেষ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় প্রত্যেককে দুই কেজি সেমাই, এক কেজি গুঁড়া দুধ, এক কেজি চিনি, এক কেজি আটা, পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক লিটার সয়াবিন তেল, দুটি সাবান, দুটি মাস্কসহ নারীদের একটি করে শাড়ি এবং পুরুষদের একটি করে লুঙ্গি দেয়া হয়।

(ঢাকাটাইমস/২২মে/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা