কোহলিকে সরিয়ে রোহিতকে অধিনায়ক করার দাবি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২০, ১৭:৪৪
অ- অ+

তিন ফরম্যাটে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেন বিরাট কোহালি। এতে তাঁর উপরে চাপও বাড়ছে। কোহলির উপর থেকে চাপ কমানোর জন্য টি-টোয়েন্টি ফরম্যাটে রোহিত শর্মার হাতেই নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়ার দাবি তুললেন ভারতের সাবেক ক্রিকেটার অতুল ওয়াসন। ভারতের ক্রিকেটে ‘দুই নেতা’ তত্ত্বের হয়ে সওয়াল করলেন তিনি।

একটি ক্রীড়া ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসন বলেছেন, ‘কোহলির উপর থেকে চাপ কমানোর দিকে লক্ষ্য রাখা উচিত। কারণ কোহলির উপরে প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছে। আমার মনে হয়, তিন ফরম্যাটেই নেতৃত্ব দিতে চাইবে কোহলি। কিন্তু রোহিতকেও ক্যাপ্টেন্সি দেওয়া হোক।’

কোহলি না খেললে রোহিত শর্মাই সাধারণত ওভারের ক্রিকেটে জাতীয় দলকে নেতৃত্ব দেন। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে চারবার চ্যাম্পিয়ন করেছেন রোহিত। ভারতের হয়ে রোহিতের নেতৃত্বের রেকর্ডও বেশ ভাল। অনেকেই মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বের সঙ্গে রোহিতের মিল খুঁজে পান।

ওয়াসন বলেছেন, ‘রোহিত ভাল ক্যাপ্টেন। সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়। মু্ম্বাই ইন্ডিয়ান্সের হয়েও সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে সাফল্য এনে দিয়েছে। ফলে টি-টোয়েন্টি ফরম্যাটে রোহিতকে ক্যাপ্টেন করার কথা ভাবা যেতেই পারে। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে বরং দলকে নেতৃত্ব দিক বিরাট।’

(ঢাকাটাইমস/২৪ মে/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কর্মস্থলে অনুপস্থিত আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
একাদশে ভর্তিতে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা
আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: বাহিনী প্রধান
প্রতিদিনের বাংলাদেশের সম্পাদকের দায়িত্ব নিলেন মারুফ কামাল খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা