পিরোজপুরে মারা যাওয়া সেই নারীর করোনা শনাক্ত

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২০, ১৫:০৪
অ- অ+

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় করোনা (কোভিড-১৯) উপসর্গ নিয়ে মারা যাওয়া ৭০ বছর বয়সী সেই নারীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার রাতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের নমুনা পরীক্ষার প্রতিবেদনে তার করোনা সংক্রমণ ধরা পড়ে। ১৮ মে সন্ধ্যায় হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলে বারী বলেন, মারা যাওয়া ওই বৃদ্ধা ও তার বোনের সংস্পর্শে আসা আরো তিনজন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তাদের সবাইকে হোম আইসোলেশনে রাখা হবে। তবে কারো করোনা উপসর্গ দেখা দিলে বা শ্বাসকষ্ট হলে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হবে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলায় এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৬০ জন। এর মধ্যে সদর উপজেলায় ১৫ জন, ভাণ্ডারিয়ায় ১২, মঠবাড়িয়ায় ১১, ইন্দুরকানিতে ১১, নাজিরপুরে সাত, নেছারাবাদে তিন ও কাউখালী উপজেলায় একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় দুই, ভাণ্ডারিয়ায় চার, কাউখালীতে এক ও মঠবাড়িয়া উপজেলা একজন সুস্থ হয়েছেন।

(ঢাকাটাইমস/২৫মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার
খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
জুনে ডিএমপির শ্রেষ্ঠ এসি মেহেদী হাসান, ওসি ইফতেখার
১৫ লাখ সরকারি চাকরিজীবী পাবেন উচ্চতর গ্রেড, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা