খাদে গাড়ি, আহত বৈশাখী টিভির বার্তা প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২০, ১৯:২১
অ- অ+

বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। মঙ্গলবার কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়ার বাজার এলাকা এই দুর্ঘটনা ঘটে।

বর্তমানে তিনি সুস্থ আছেন বলে টেলিভিশনটির একাধিক সূত্র ঢাকাটাইমসকে নিশ্চিত করেছে। তবে দুর্ঘটনায় তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা যায়, বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ (বার্তা প্রধান) অশোক চৌধুরী ব্যক্তিগত গাড়ি চালিয়ে একাই চট্টগ্রামে নিজের বাড়িতে যাচ্ছিলেন। গাড়িটি কুমিল্লার চৌদ্দগ্রামের কাছে মিয়ার বাজার এলাকায় পৌঁছালে তিনজন আরোহী নিয়ে উল্টেপথে আসা একটি মোটরসাইকেল তার সামনে পড়ে যায়। মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে গাড়িটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে তিনি মাথা, ঘাড় ও বুকে প্রচণ্ড আঘাত পান। পরে হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম পাঠানো হয়। বর্তমানে তিনি বাড়িতে আছেন এবং সুস্থ আছেন।

এ ব্যাপারে জানতে চেয়ে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) নুরুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

(ঢাকাটাইমস/২৫মে/এসএস/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা