‘এখন আর সংক্রমণ কন্ট্রোলে থাকবে না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২০, ১৯:০৭| আপডেট : ২৬ মে ২০২০, ১৯:০৮
অ- অ+

দেশে যখন করোনাভাইরাসের সংক্রমণ চরম পর্যায়ে তখন ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যেতে দেয়া ঠিক হয়নি বলে মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম। এর ফলে করোনাভাইরাসের সংক্রমণ যে কিছুটা নিয়ন্ত্রণে ছিল সেটা আর এখন থাকবে না বলে মনে করেন এই ভাইরোলজি বিশেষজ্ঞ। এছাড়া ছুটি পেয়ে অনেকে ঈদে বাড়িতে গিয়ে দল বেঁধে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরতে বের হচ্ছে, এটা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে বলে জানিয়েছেন খ্যাতিমান এই চিকিৎসক।

মঙ্গলবার ঢাকা টাইমসের সঙ্গে আলাপকালে ডা. নজরুল ইসলাম বলেন, ‘যারা এখন বিনোদনের জন্য ঘোরাঘুরি করছে তারা নিষ্টি (খারাপ) কাজ করছে। একজনের থেকে আরেকজনে ভাইরাসটি ছড়াবে। যদি বাসায় থাকতো তাহলে কারো শরীরে ভাইরাস থাকলেও সেটা বাইরে ছড়াতো না। যেহেতু সব দল বেঁধে ঘোরাঘুরি করছে, সামাজিক দূরত্ব মানছে না, কেউ কেউ ঠিকমত মাস্কও পরছেন না, আর হাত বার বার ধোয়া এগুলোও কিছু করছেন না, এতে এই ভাইরাসের বিস্তার লাভ করবে।’

ঈদের ছুটিতে ব্যক্তিগত গাড়িতে গ্রামের বাড়িতে যাওয়ার অনুমতি ছিল। এ প্রসঙ্গে ডা. নজরুল ইসলাম বলেন, ‘ঈদে ব্যক্তিগত গাড়িতে বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন। এখন নানা রকম প্রাইভেট গাড়িতে করে লোকজন বাড়ি গেছে। ঢাকা থেকে গ্রামে গেছে, ঢাকাতে তো সংক্রমণের হার বেশি। কারো শরীরে করোনাভাইরাস থাকলে সেটার সংক্রমণ এখন ছড়িয়ে পড়বে। দেখা যায় ফেরিতে গাদাগাদি করে মানুষ উঠছে, সেখানেতো সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। কেউ আক্রান্ত থাকলে তার থেকে ছড়িয়ে পড়ছে। ছুটি শেষ হলে তারা আবার কর্মস্থলে ফিরবে।’

নজরুল ইসলাম বলেন, ‘আমাদের যে সংক্রমণটা কিছুটা কন্ট্রোল অবস্থায় ছিল সেটা আর থাকবে না। সারাদেশে গুচ্ছ গুচ্ছ সংক্রমণ এরিয়া ডেভেলপ করবে। যখন সংক্রমণ হার কমে যেত তখন হয়তো এটা করতে পারতো। কিন্তু সংক্রমণ হার বেশি থাকা অবস্থায় এটা করা ঠিক হচ্ছে না।’

(ঢাকাটাইমস/২৬মে/জেআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যারা পিআর নির্বাচন চাইছে তারা ‘চরের দল’: সালাহউদ্দিন
ইমন-হৃদয়ের অর্ধশতকে লড়াকু পুঁজি বাংলাদেশের
মালয়েশিয়ার অভিযোগে জঙ্গি সন্দেহে ঢাকায় গ্রেপ্তার তিনজন কারাগারে
পালিয়ে যাওয়া আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদের সমতুল্য: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা