আফরোজা আফরিনের কবিতা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৬ মে ২০২০, ২১:০১
অ- অ+

ভাবাবেগ যেখানে তৃণজ্ঞান

বলো প্রেম কী?

─স্পর্শের অনন্ত চিত্তবৃত্তি?

─স্পর্শ করতে না পারার তৃষ্ণা?

যদি বলি ছুঁতে না পারার কামোচ্ছ্বাস

ঐকান্তিক বিরহ-বিসর্জন, স্পর্শের বিহন

বুকের চোরাখালের অবসন্নতাই প্রেম!

হৃদয়ের গভীরে ক্ষয়ে যাওয়া উদ্যম

না-পাওয়ার ব্যাগ্রতা তাহলে কী?

আহা! স্পর্শ যেন স্বর্গের অমরাবতী

সকল ভাবাবেগ যেখানে তৃণজ্ঞান...

ইচ্ছাবলী

নির্মল, নিদারুন, শীতল, হিম-হিম বাতাস; গা এলিয়ে বাতাসের কোমল ভেলায় ভাসতে ইচ্ছে হয়। শরীরের সব অসুখ-ক্লান্তি-জরা উড়িয়ে প্রশান্তিতে পৃথিবীকে আঁকড়ে ধরতে ইচ্ছে হয়।

বাতাসের বিশুদ্ধ কোমলপ্রাণ প্রবাহ ও তাল-পাতাল দ্বিকবিদিক, বাতাসের বর্ণহীন গন্ধ, বনবৃক্ষের তনুশ্রী, মাঠের ফসলের মস্তক দোল, উড়ে উড়ে মাতাল হতে ইচ্ছে হয়।

আকাশে ভাসমান মেঘে-মেঘে যুদ্ধ, সাদা মেঘকে ছাপিয়ে কালো মেঘের ক্ষণিকের দখলদারিত্ব, সমস্ত নেত্র ধীরালয়ে কালো মেঘে ছড়িয়ে লেপ্টে পড়া, বসুন্ধরালয়ে তমসা নেমে আসা; গগনভেদী বারিধারায় ভিজতে ইচ্ছে হয়।

বৃষ্টির প্রতিটি কণা, পতিত ফোঁটার কুসুমিত স্পন্দন, নতুন করে জাগিয়ে তোলে অনাগত সম্ভাবনা; সেই সম্ভাবনার নব-উদ্যম গায়ে মেখে প্রমত্ত হতে ইচ্ছে হয়।

বৃষ্টিতে ধুয়ে যাওয়া পৃথিবীতে কালো মেঘ আবার শুভ্র মেঘে পূর্ণ হয়; বিষাদ-ক্লান্তিহীন পৃথিবীর নরম সজীবতায় বেঁচে থাকতে ইচ্ছে হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা