কোন মুহূর্তে দীপিকাকে ভয় পান রণবীর?

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৭ মে ২০২০, ১০:০৫| আপডেট : ২৭ মে ২০২০, ১০:১৬
অ- অ+

হালের বলিউড সুপারস্টার রণবীর কাপুরকে গাইড করেন স্বয়ং তার সুপারস্টার স্ত্রী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রানি পদ্মাবত তার স্বামীর জীবনে একটি শক্ত পিলারের মতো। দীপিকা না থাকলে হয়তো তিনি আজকের অবস্থানে পৌঁছাতে পারতেন না। পৌঁছালেও জায়গাটা ধরে রাখার যে চাপটা রণবীরের মতো তারকাদের ক্রমাগত নিতে হয়, সেটা তিনি দীপিকার জন্যই সামাল দিতে পারছেন।

সম্প্রতি ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রীর ইনস্টাগ্রাম চ্যাটে ভক্তদের সঙ্গে আড্ডায় এভাবেই নিজের স্ত্রী দীপিকাকে প্রশংসায় ভাসান ‘গাল্লি বয়’ রণবীর সিং। খোলাখুলি জানান তার জীবনে দীপিকার প্রভাবের কথা। পাশাপাশি একটি গোপন কথাও প্রকাশ করেন অভিনেতা। জানান, কোন মূহূর্তে প্রেমময়ী স্ত্রীকে তার কাছে ভয়ংকর মনে হয়। বলেন, ‘দীপিকা যখন র‌্যাকেট হাতে কোর্টে নামে তখন ওকে ভীষণ ভয় লাগে।’

বলিউডে অভিষেক হওয়ার আগে দীপিকা নিয়মিত ব্যাডমিন্টন খেলতেন। বেশ নামডাকও ছিল। তাই খেলার মাঠে স্বামীকে এক ইঞ্চি জমিও ছাড়েন না তিনি। মজার ছলে রণবীর জানান, ‘আমি দীপিকাকে অনুরোধ করি, দুই-একটা পয়েন্ট যেন আমার মতো আনাড়িকে ছেড়ে দেয়। শোনেই না। একবার তো আমি রেগে র‌্যাকেট আছড়ে ভাঙতে যাচ্ছিলাম। পর মুহূর্তেই মনে পড়ে, র‌্যাকেটটা তো আমার শ্বশুর মশাই দিয়েছেন।’

অন্যদিকে দীপিকাও তার স্বামী রণবীরের একটা বিষয়ে ভয় পান। অভিনেতা যখন কোনও চরিত্র ফুটিয়ে তোলেন, তখন সেটির মধ্যে তিনি পুরোপুরি ঢুকে যান। চরিত্রের প্রয়োজনে যা খুশি করতে পারেন। রণবীরের এই দিকটাই ভয় পান দীপিকা। নায়ক জানান, ‘ও আমাকে সাবধান করে। ভয় পায়, আমি যেন নিজের কোনও ক্ষতি না করে ফেলি। কারণ, একটা চরিত্রের জন্য আমি শরীর, মন সব কিছু উজাড় করে দেই। সেটা করতে গিয়ে নিজের ক্ষতিও করেছি।’

তবে সহধর্মিণী দীপিকার জন্য আগের চেয়ে নিজেকে অনেক শান্ত করেছেন বলে জানান রণবীর। অভিনয় নিয়ে ভাবনাচিন্তা করলেও নিজেকে এখন তিনি কনট্রোল করতে পারেন। ২০১৮ সালের ১৫ নভেম্বর ইতালি গিয়ে রাজকীয় বিয়ে সারেন এই তারকা জুটি। এখন পর্যন্ত সুখী দম্পতি হিসেবেই তারা ইন্ডাস্ট্রিতে পরিচিত। যা তাদের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢু মারলেই বোঝা যায়।

ঢাকাটাইমস/২৭মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা