বছর শেষে ভারতের জনসংখ্যার অর্ধেকেরই করোনা হতে পারে

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩০ মে ২০২০, ১৫:২২
অ- অ+

চলতি ২০২০ সালের শেষে গিয়ে ভারতের ৬৭ কোটি মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় অর্ধেক প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমিত হতে পারে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস (নিমহ্যান্স)।

নিমহ্যান্সের চিকিৎসকদের উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ৯০ শতাংশই সংক্রমণ বুঝতে পারবে না। আর ৫ শতাংশের অবস্থা হবে গুরুতর। তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হবে।

ভারতে কবে নাগাদ করোনাভাইরাসের সংক্রমণ শীর্ষে পৌঁছাবে- সেটা নিয়ে দেশটির তাবৎ বিজ্ঞানী ও চিকিৎসকদের আলোচনা বা বিতর্কের মধ্যেই এমন আশঙ্কাজনক তথ্য জানালো নিমহ্যান্স।

ভারতীয় বিজ্ঞানীদের একাংশের ধারণা, আগামী জুলাইয়ের শুরুতেই দেশটিতে করোনা সংক্রমণ শীর্ষে পৌঁছাবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা মনে করছেন, জুলাইয়ের শেষ দিকে ভারতে করোনা সংক্রমণের হার কমতে থাকবে।

তবে বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে নিমহ্যান্সের চিকিৎসকরা বলছেন, চতুর্থ পর্যায়ের লকডাউন উঠে গেলেই করোনা সংক্রমণ পুনরায় বাড়বে। সেইসঙ্গে গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছে যাবে। আর বছর শেষে ৬৭ কোটি ভারতীয় করোনায় আক্রান্ত হতে পারে।

উল্লেখ্য, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে শনিবার পর্যন্ত ভারতে করোনাভাইরাস তথা কোভিড-১৯ আক্রান্ত চার হাজার ৯৮০ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ৭৩ হাজার ৭৬৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৮২ হাজার ৬২৭ জন।

(ঢাকাটাইমস/৩০মে/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাগলনাইয়ায় ৪ বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা