করোনাজয়ী আরও ১৫৩ পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২০, ১৯:০০
অ- অ+

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আক্রান্ত পুলিশের আরও ১৫৩ সদস্য নতুন করে সুস্থ হয়েছেন।

রবিবার বিকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়। এ নিয়ে পুলিশের করোনা জয় করলেন এক হাজার ৮০১ জন সদস্য।

পুলিশ সদরদপ্তর জানায়, বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে সম্মুখবহরে থাকা পুলিশ সদস্যরা বেশি আক্রান্ত হচ্ছেন। ৮ মার্চ দেশে ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সাড়ে চার হাজারের বেশি সদস্য আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১৫ জন পুলিশ সদস্য। ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ে থাকা পুলিশ সদস্যরা বেশি আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটিতে সুস্থ হয়েছেন ১৫৩ জন। দুইবার পরীক্ষা করে কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। বিকালে তারা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে সদরদপ্তর। সুস্থ হওয়া সকল পুলিশ সদস্যকে মাস্ক ও ফুল দিয়ে বিদায় জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ সদরদপ্তর বলছে, বাহিনী প্রধান ড. বেনজীর আহমেদ সার্বক্ষণিক আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসায় খোঁজখবর নেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম বাড়িয়েছেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছাড়াও আক্রান্তদের চিকিৎসায় বেসরকারি ইমপালস্ হাসপাতাল ভাড়া করে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/৩১মে/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 
সনির নয়েজ ক্যান্সেলেশন হেডফোন ১০০০এক্সএম৬ প্রি-অর্ডার চলছে, ৫টিরও বেশি নিশ্চিত উপহার
১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে: প্রেস সচিব
সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা