নদীতে গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২০, ২৩:৫০
অ- অ+

শখের ইংরেজি বিষয়ে পড়াশুনা শেষ করতে পারলো না অনার্স পড়ুয়া শিক্ষার্থী আব্দুর রাজ্জাক লিমন (২১)। তার আগেই জীবন থেমে গেল। বুধবার নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছেন লিমন। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের চাড়ালকাটা নদীর সাইফুন নামক স্থানে।

বুধবার মুশরুত পানিয়াল পুকুর এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাবুল হোসেনের একমাত্র অনার্স পড়ুয়া ছেলে আব্দুর রাজ্জাক লিমন চাড়ালকাটা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। তার সঙ্গে থাকা অন্যজন সাতার কেটে উপরে আসতে পারলেও সে আসতে পারেনি। খবর পেয়ে এলাকাবাসী প্রায় ঘণ্টাব্যাপী নদীতে চেষ্টা চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিতাই ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক বলেন, সেনা সদস্য বাবুল হোসেনের একটিই ছেলে। সে ঢাকায় তেজগাঁও কলেজের অনার্স ‍তৃতীয় বর্ষের ছাত্র। সে অনেক মেধাবী ছাত্র ছিল। এছাড়া সে ক্রিকেট ভালো খেলতো।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৩জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের
পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা: টিটন গাজী পাঁচ দিনের রিমান্ডে
গণহত্যা মামলায় শর্তসাপেক্ষে রাজসাক্ষী মামুনকে ক্ষমা, পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ
ইংরেজি ভাষা আয়ত্তের বিকল্প নেই: এডাস্ট চেয়ারম্যান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা