ইতালিতে তিন মাসে সর্বনিম্ন আক্রান্ত

কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো
  প্রকাশিত : ০৫ জুন ২০২০, ০০:৩৪
অ- অ+

করোনাভাইরাসে বিপর্যস্থ ইউরোপের দেশ ইতালিতে বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন। বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত ১৭৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত দুই লাখ ৩৪ হাজার ১৩ জন।এ দিন প্রাণহানি ৮৮ জন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট প্রাণ হারিয়েছে ৩৩ হাজার ৬৮৯ জন। আইসিইউতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৩৩৮ জন। দেশটিতে এখনো চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৮ হাজার ৪২৯ জন। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৫৭ জন এবং মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লক্ষ ৬১ হাজার ৮৯৫ জন বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।

তিনি আরো জানান, জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। দিনে দিনে আক্রান্ত এবং মৃত্যের সংখ্যা কমতে থাকায় করোনা থেকে শিগগির মুক্তির আশা দেখছে ইতালির ছয় কোটি জনগণ।

এদিকে বৃহস্পতিবার করোনাকালে ফেয়ারা মিলানো সিটিতে তৈরি ২০০ বেডের অস্থায়ী আইসিইউ হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে। এ দিন এ হাসপাতালে একজন মাত্র রোগী থাকায় তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।

(ঢাকাটাইমস/৫জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের জন্য ডুয়ার অফিস সবসময় খোলা: দুদু
টঙ্গীতে সন্দেহজনক ঘোরাঘুরিকালে রোহিঙ্গা আটক
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ৮- নীলার গর্ভে তমালের চিহ্ন
সিটি ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং সম্মেলন অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা