ফের অসুস্থ হয়ে আইসিইউতে হেফাজত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২০, ০০:২৫| আপডেট : ০৮ জুন ২০২০, ০০:২৬
অ- অ+
ফাইল ছবি

আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের আমির ও দেশের প্রবীণ আলেম আল্লামা শাহ আহমদ শফী আবার অসুস্থ হয়ে পড়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি আইসিইউতে আছেন।

আল্লামা শফীর ছেলে ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনাস মাদানী জানান, পেটের পীড়াসহ বার্ধক্যজনিত রোগে ভুগছেন তার বাবা। বরিবার তিনি অসুস্থ হয়ে পড়লে রাত আটটার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার অবস্থা স্থিতিশীল বলে জানান আনাস মাদানী।

এর আগে গত ১১ এপ্রিল হজম এবং অন্যান্য শারীরিক সমস্যা দেখা দেয়ায় চট্টগ্রাম নগরীর বেসরকারি সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয় হেফাজত আমিরকে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে এর তিন দিন পরেই তাকে হেলিকপ্টারে করে ঢাকায় এনে গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি চট্টগ্রামে ফিরে যান।

আল্লামা শফীর বয়স ১০৩ বছর। তিনি দেশের অন্যতম শীর্ষ আলেম। দেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা দারুল উলুম হাটহাজারীর তিনি মহাপরিচালক। কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান। তার নেতৃত্বেই কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান দিয়েছে সরকার।

(ঢাকাটাইমস/০৮জুন/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 
সম্পূরক শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার করার ওপর গুরুত্বারোপ আমীর খসরুর
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সংশোধনীকে শক্তিশালী করতে চায় বিএনপি: সালাহউদ্দিন  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা