লালমনিরহাটে এক নারীর একসঙ্গে তিন সন্তান প্রসব

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২০, ২২:২৯
অ- অ+

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক সঙ্গে তিন ছেলে সন্তান প্রসব করেছেন রোকসানা বেগম নামে এক নারী। গত সোমবার রাতে বুড়িমারী ইউনিয়নের বামনদল গ্রামের জনাব আলীর স্ত্রী রোকসানা বেগম রংপুর আর্দশ জেনারেল ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন ছেলে সন্তানের জন্ম দেন।

এদিকে শনিবার বিকেলে বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত ওই নারী ও নবজাতকদের খোঁজ নিতে তার বাড়ি যান। তিন নবজাতকই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘তিন সন্তানের জন্ম দেওয়া রোকসানার পরিবারকে অস্ত্রোপচারের জন্য আর্থিকভাবে সার্বিক সহযোগিতা ও পুষ্টিকর খাবার দিয়েছি। এছাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মা ও নবজাতকদের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে।’

এ বিষয়ে রোকসানা বেগমের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘এক সঙ্গে তিনটি বাচ্চা জন্ম দেওয়া সত্যিই সৌভাগ্যের। আপনারা সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে।’

ঢাকাটাইমস/১৩জুন/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি ছাত্রদল সভাপতির
আরিফুলের চিকিৎসা সম্পন্ন করলেন ড্যাবের চিকিৎসকরা
র‌্যাব বিলুপ্তি নিয়ে ভাবছি না, এটি সরকার দেখবে: ডিজি
যতই ষড়যন্ত্র হোক আমরা সফল হব ইনশাআল্লাহ: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা