যশোরে অন্তঃসত্ত্বার বিবস্ত্র লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০২০, ১৮:৫৬| আপডেট : ১৬ জুন ২০২০, ১৯:২৮
অ- অ+

যশোরে রাজিয়া বেগম (২৪) নামে এক অন্ত:সত্ত্বার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে জেলার খাজুরা উপজেলার ঘারপাড়ার জহুরপুর ইউনিয়নে একটি ইটভাটা থেকে এ লাশ উদ্ধার করে খাজুরা ফাঁড়ি পুলিশ। নিহত রাজিয়া যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের শহীদ বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী এবং মনিরামপুর উপজেলার রসুলপুর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে।

পুলিশ জানায়, ওই অন্ত:সত্ত্বার স্বামী শহীদ যশোরের চুন্নু হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। দীর্ঘদিন ভারতে পালিয়ে থাকার পর গত এক বছর আগে দেশে ফিরে বিভিন্ন ইটভাটায় কাজ করছিলেন তিনি। এ হত্যার ঘটনায় সন্দেভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। এছাড়া এ ঘটনায় মামলা প্রস্ততি চলছে।

শহীদের অভিযোগ, সম্প্রতি এই ভাটার পার্শ্ববর্তী তৈলকুপ গ্রামে একটি মেয়েলি ঘটনার প্রতিবাদ করায় তাকে হত্যার উদ্দেশে কয়েকজন লোক এসে এ হামলা চালায় এবং তার দুই মাসের অন্ত:সত্তা স্ত্রীকে ধর্ষণের পর হত্যা করেছে।

তিনি জানান, বিয়ের পর থেকে তিনি ও তার স্ত্রী এই ইটভাটায় কাজ করছিলেন। এখানেই একটি টিনের ঘরে থাকেন তারা। গত সোমবার রাজিয়াকে নিয়ে তার বাবার বাড়ি মনিরামপুর উপজেলার রসুলপুরে ছিলেন শহীদ। সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে কর্মস্থলে ফেরেন। ওই রাত ২টার দিকে ইটভাটার লোক পরিচয়ে কয়েকজন তার ঘরের দরজা খুলতে বলে। দরজা খোলা মাত্রই ঘরে ঢুকে তাকে মারধর শুরু করে তারা। এক পর্যায়ে তিনি দৌঁড়ে পাশের মাঠে পালিয়ে যায়। এর দুই ঘন্টার পর তিনি ভাটার নৈশপ্রহরী আবু তাহেরকে নিয়ে ঘরে গিয়ে দেখে তার স্ত্রীর বিবস্ত্র দেহে পড়ে আছে। বিষয়টি দ্রুত ভাটার মালিক মামুনকে জানালে তিনি পুলিশকে খবর দেয়।

খাজুরা পুলিশ ক্যাম্পের পরিদর্শক (এসআই) জুম্মান খান জানান, লাশের সারা শরীরে ব্লেড দিয়ে কাটা ও ইটের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/১৬জুন/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা