গ্রিন কার্ডের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২০, ১০:২৯
অ- অ+

অভিবাসন প্রত্যাশীদের ভিসার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এ বছরের এপ্রিল মাসে ৬০ দিনের জন্য অভিবাসন নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সে নিষেধাজ্ঞা এখন বছরের শেষ অবধি পর্যন্ত বাড়ানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের বৈধতা এবং নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ দেয় গ্রিন কার্ড। সাধারণত, প্রতি বছর যুক্তরাষ্ট্রে ১০ লাখ গ্রিন কার্ড অনুমোদন করা হয়। খবর ভয়েস অব আমেরিকার।

এই নিষেধাজ্ঞায় এখন প্রযুক্তি সংস্থা এবং বহুজাতিক কর্পোরেশন এ কাজ করতে আগ্রহী এইচ ওয়ান বি, এইচ টু বি, জে ওয়ান এবং এল ওয়ান ভিসার আবেদনকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে। যারা যুক্তরাষ্ট্রের বাইরে থেকে চাকুরি ও গ্রিন কার্ড এর আবেদন করেছেন, এখনো যুক্তরাষ্ট্রে পৌঁছাননি তারাও অন্তর্ভুক্ত।

যুক্তরাষ্ট্রের অর্থনীতি সচল হওয়ার পর কর্মহীন নাগরিকরা যাতে কাজের ধারায় ফিরতে পারেন, সেই সুরক্ষা দিতেই এই নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের সাথে কথা বলার এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই বিধিনিষেধ আমেরিকানদের জন্য ৫,২৫,০০০ চাকরি উন্মুক্ত করে দেবে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, ভাইরাসের কারণে যেসব আমেরিকান চাকরিচ্যুত কিংবা কর্মহীন হয়েছেন, তাদের কর্মসংস্থানের জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঢাকা টাইমস/২৩জুন/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭
‘শাপলা’ না রাখার ব্যাখ্যা দিল ইসি, কোন ১১৫টি প্রতীক চূড়ান্ত তালিকায়
প্রধান বিচারপতি নিয়োগসংক্রান্ত দুই বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজ
নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা