সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ৩০টি মহিষ আটক

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২০, ২২:২৯
অ- অ+

মৌলভীবাজারের বড়লেখার বোবারথল সীমান্ত দিয়ে চোরাই পথে আসা প্রায় ২০ লাখ টাকার ৩০টি ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি। উপজেলার সদর ইউনিয়নের গঙ্গারজল এলাকায় বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি এ অভিযান চালায়। এ সময় মহিষ পাচারকারীরা পালিয়ে যায়। বিকালে বিজিবি জুড়ী কাস্টমস অফিসে মহিষগুলো জমা দিয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল বৃহস্পতিবার সকালে মেইন পিলার ১৩৮২/৪-এস থেকে সাত কিলোমিটার অভ্যন্তরে বড়লেখা উপজেলার গঙ্গারজল নামক স্থানে অবস্থান নেয়। শতাধিক ভারতীয় মহিষের পাল নিয়ে চোরাচালানিরা অগ্রসর হলে বিজিবি তাদেরকে ধাওয়া করে ৩০টি মহিষ আটক করে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে ঝোপ-ঝাড়ের মধ্যে মহিষ ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়।

এ সময় বিজিবি ৩০টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেছে, যার সিজার মূল্য প্রায় ১৮ লাখ ২০ হাজার টাকা। আটক মহিষগুলো বৃহস্পতিবার বিকালে জুড়ী কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৫জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা