চে গুয়েভারার পৈত্রিকবাড়ি বিক্রির ঘোষণা, বিশ্বজুড়ে নিন্দা

কিংবদন্তি বিপ্লবী, মার্কসবাদী আর্নেস্তো চে গুয়েভারর পৈত্রিকবাড়ি বিক্রির ঘোষণা করা হয়েছে। আর্জেন্টিনার রোজারিও শহরে তার জন্মভিটে রয়েছে। চের স্মৃতিবিজড়ির বাড়িটি বিক্রির ঘোষণা দেয়ার পর বিশ্বজুড়ে তার ভক্তদের মধ্যে নিন্দার ঝড় উঠেছে।
চে’র ওই জন্মভিটার বর্তমান মালিক আর্জেন্টিনার ব্যবসায়ী ফ্রান্সিসকো ফাররুজা। তিনিই সেই সম্পত্তি বেচেবেন বলে বিজ্ঞপ্তি দিয়েছেন।
ফারুরজা জানান, তিনি ওই জায়গায় সংস্কৃতির কেন্দ্র গড়বেন বলে ঠিক করেছিলেন। তবে অনিবার্য কারণবশত সেটা হয়নি। তাই তিনি এবার সেই সম্পত্তি বিক্রি করবেন।
দুই হাজার ৫৮০ স্কোয়ার ফিটের ওই অ্যাপার্টমেন্ট দেখতে বহু দেশের লোক আসেন। চে’র ওই জন্মভিটা রোজিরওর অন্যতম দর্শনীয় স্থান।নিও-ক্লাসিকাল ধাঁচের ওই ভবন। ১৯২৮ সালে ওখানেই একটি সম্ভ্রান্ত মধ্যবিত্ত পরিবারে চের জন্ম হয়। ১৯৬৭ সালে বলিভিয়ার গেরিলা যুদ্ধের সময় নিহত হন চে।
(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এজেড)

মন্তব্য করুন