যশোরে আইসোলেশনে একজনের মৃত্যু, আরো আটজন শনাক্ত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২০, ২০:৪৩| আপডেট : ২৮ জুন ২০২০, ২০:৪৫
অ- অ+

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে রবিবার ৬৮টি নমুনায় করোনা শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়েছে। মোট ২১৭টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া যায়। এর মধ্যে যশোরে ২০টি নমুনার মধ্যে আটটি নমুনায় করোনা পজেটিভ এসেছে৷

এছাড়াও রবিবার সকালে করোনা উপসর্গ নিয়ে যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশনে হারুন (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে৷ করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর বিষয়টি হাসপাতালের আরএমও ডা. আরিফ আহম্মেদ নিশ্চিত করেছেন৷ তিনি জানান, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন হারুন এবং সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

মৃত হারুনের বাড়ি শহরের ঘোপ এলাকায়৷ করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য পরিবারের নিকট মরদেহ দেয়া হয়েছে৷

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, যশোরে প্রাপ্ত তথ্যের মাধ্যমে নতুন শনাক্ত ব্যক্তিদের ঠিকানা খুঁজে বের করে বাড়ি লকডাউনসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন।

(ঢাকাটাইমস/২৮জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু 
ভোটার হতে আবেদন করেছেন ৪৭৭১৩ প্রবাসী: এনআইডি ডিজি
মিটফোর্ড হত্যা: আসামিপক্ষে দাঁড়াবে না জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
ছাত্রদলের লাখো নেতাকর্মীকে শান্ত রেখেছি: রাকিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা