পুজাকে কেন্দ্র করে আসছে টালিউডের একগুচ্ছ ছবি

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২০, ১৩:২৪
অ- অ+

টালিউডে পুরোদমে কাজ চলছে পুজার ছবি বুকিংয়ে। করোনাভাইরাস এসে সব হিসাবনিকাশ উলোটপালট করে দিয়েছে। নির্মাতাদের মুখে শুধু একটাই কথা, ‘অবস্থা বুঝে ব্যবস্থা।’ সেই অবস্থা ক্রমশ ঠিক হচ্ছে, তাই স্ট্র্যাটেজি মেকাররা ময়দানে নেমে পড়েছেন। দুর্গাপুজাকে সামনে রেখে আগামী দিনে টালিউডের রয়েছে নানা ছক।

এসভিএফ-এর অন্যতম কর্ণধার মহেন্দ্র সোনি মঙ্গলবার টুইট করে জানান, পুজার সময়ে আসছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। সৃজিত মুখোপাধ্যায়-প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জুটি পুজার সময়ে বরাবরই হিট। তার উপরে ‘কাকাবাবু’র ব্র্যান্ডভ্যালুর জোর। এসভিএফ হাতের তাস দেখিয়ে দেওয়া মানে বাকিরাও সে পথেই হাঁটবে।

সুরিন্দর ফিল্মসের হাতে বেশ কিছু ছবি রয়েছে। প্রযোজক নিসপাল সিংহ আগামীর পরিকল্পনায় বললেন, ‘‘আমরা ‘বনি’ রিলিজ়ের কথা ভাবছি। তার সঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী’ নিয়ে আসব।’’ দুটো ছবিরই শুটিং সারা, পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। ‘বনি’র পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিতে তিনি অভিনয়ও করেছেন, সঙ্গে কোয়েল মল্লিক।

‘অর্ধাঙ্গিনী’তে রয়েছেন জয়া আহসান, চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং কৌশিক সেন। এই পুজোয় অরিন্দম শীলের মিতিন মাসি সিরিজ়ের ‘কেরালায় কিস্তিমাত’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মা হওয়ার পরে করোনার পরিস্থিতিতে কোয়েলের পক্ষে শুট করা সম্ভব নয়। সে ক্ষেত্রে অরিন্দম ঠিক করেছেন তাঁর ‘মায়াকুমারী’ রিলিজ় করবেন পুজোয়। অতএব বাকি দুই চট্টোপাধ্যায়ের সঙ্গে আবীর চট্টোপাধ্যায়েরও একটি ছবি থাকছে। এর সঙ্গে ‘দুর্গরহস্য’ অবলম্বনে ব্যোমকেশ বক্সীর নতুন ছবির সম্ভাবনাও রয়েছে। তেমন হলে পুজায় পরমব্রতর দু’টি ছবি হবে।

ইন্ডাস্ট্রির জন্য ক্রিসমাস ভাল মৌসুম। দেবের ‘টনিক’ ছাড়া আর কোনও ছবি এই স্লটের বুকিং নেয়নি এখনও। তবে প্রযোজক অতনু রায়চৌধুরী এখনও ক্রিসমাস রিলিজ় নিয়ে নিশ্চিত নন। বড় স্কেলের ছবির মধ্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের ‘বেলাশুরু’ রয়েছে, যা দীপাবলির সময়ে আসার কথা ছিল।

এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে অগস্ট মাসে সিনেমা হল খোলার একটি সম্ভাবনা রয়েছে। এ রাজ্যে করোনার যা পরিস্থিতি তাতে বাংলা ছবি অগস্টে মুক্তি পাবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এসভিএফ যেমন জানাচ্ছে, তারা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে। তাদের ‘ড্রাকুলা স্যর’ রিলিজ়ের জন্য তৈরি। ‘‘যদি অগস্টে হল খুলে যায় তা হলে আমরা ১৫ অগস্টের সময়ে ‘রক্তরহস্য’ রিলিজ় করব,’’ বললেন নিসপাল সিংহ। গত এপ্রিলেই মুক্তি পাওয়ার কথা ছিল সৌকর্য ঘোষাল পরিচালিত এই ছবি, যেখানে প্রধান চরিত্রে কোয়েল।

প্রত্যেক বছরই পাঁচ-ছ’টি বাংলা ছবি মুক্তি পায় পুজায়। এ বার দর্শক হলে আদৌ ভিড় জমাবেন কি না, সে প্রশ্ন রয়েছে। কিন্তু জমে থাকা ছবি ছেড়ে ঘরে লক্ষ্মী আনতে চাইছেন সকলেই। হলে রিলিজ়ের পরে তা ওটিটি এবং টিভিতে আসবে। সেই অঙ্কের ভরসায় পুজার বাজারে ঝুঁকির লড়াইয়ে নামছেন সকলে।

ঢাকাটাইমস/১জুলাই/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা