বিএনপির সাংসদরা সংসদ অবমাননা করেছেন: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২০, ১৭:৪৬| আপডেট : ০২ জুলাই ২০২০, ১৮:০৩
অ- অ+

নতুন অর্থবছরের শুরুর দিন নথি ছিঁড়ে বিএনপির সংসদ সদস্যদের বাজেট প্রত্যাখ্যান জাতীয় সংসদের প্রতি চরম অবমাননা বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার তার সরকারি বাসভবনে বাজেট পাস পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জাতির এই ক্রান্তিকালে বিএনপি দায়িত্বশীল আচরণ করেনি উল্লেখ করে কাদের বলেন, ‘সংসদে যাতে বাজেট পাস না হতে পারে সেটাই তারা চেয়েছিলেন। বিএনপি দেশে একটি হতাশাজনক অবস্থা দেখতে চেয়েছিলো। বিএনপির সংসদ সদস্যরা যা করেছেন তা শপথ ভঙ্গেরও শামিল।’

গত মঙ্গলবার সংসদে পাস হয় ২০২০-২১ অর্থবছরের বাজেট। করোনাভাইরাস মহামারীর মধ্যে দেওয়া এবার বাজেট অধিবেশন ছিল অন্যবারের চেয়ে ভিন্ন।

গত বুধবার বিএনপির পাঁচজন সংসদ সদস্য সংসদ ভবনের বাইরে মানিক মিয়া এভিনিউয়ে বাজেটের নথি ছিঁড়ে তা প্রত্যাখ্যান করেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বিএনপির সংসদ সদস্যদের বাজেট প্রত্যাখ্যানের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগ মানুষের মধ্যে আশার আলো সঞ্চার করতে পেরেছে, যা এই পেনডেমিক পরিস্থিতিতে অত্যন্ত প্রয়োজন ছিলো।’

‘বাঙালির সকল অর্জনের পেছনে রয়েছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ শুধু বাংলাদেশের জন্য দেশের স্বাধীনতাই এনে দেয়নি, এই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে যা যা প্রয়োজন সবই করেছে।’

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জণগণের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি অর্জিত হয় বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

মানুষের কল্যানের বিশেষভাবে দরিদ্র অসহায় মানুষের কথা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তাচেতনায় সবসময়ই থাকে উল্লেখ করে কাদের বলেন, ‘পিতার মতো তিনি এ দেশের মানুষকে ভালোবেসে তার পুরো জীবন উৎসর্গ করেছেন।’

সাম্প্রতিককালে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উক্তি স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রিয় নেত্রী বাঙালির হৃদয়ে হাজার বছর বেঁচে থাকবেন।

(ঢাকাটাইমস/০২জুলাই/টিএ/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা