ফেসবুক পেজ খুলে প্রতারণা, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২০, ২২:৩৩
অ- অ+

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেজ খুলে প্রতারণার ঘটনায় একটি চক্রের মূল হোতাসহ রাজধানীতে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার গুলশান থেকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের একটি দল তাদের গ্রেপ্তার করে।

চক্রটির মূলহোতা মো. ফাহিমের বাড়ি নরসিংদী। তিনি ছাড়া গ্রেপ্তার অন্য দুজন হলেন- আলতাফ মৃধা ও হেলাল উদ্দিন।

বিজ্ঞপ্তিতে অ্যান্টি টেররিজম ইউনিট জানিয়েছে, ফাহিম ফেসবুকে ’অনলাইন সার্ভিস’ নামে একটি পেজ খুলে তার মাধ্যমে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়, মাদকদ্রব্য বিক্রি, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য বিক্রিসহ আমদানি নিষিদ্ধ যৌন পণ্য বিক্রি করতেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফাহিম অন্য দুজনের কাছ থেকে ওইসব পণ্য কিনে এনে ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে আসছিলেন। গ্রেপ্তার তিনজনই অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

প্রতারক চক্রকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী তাদের কাছ এক লাখ ৬২ হাজার ৫০০ টাকা, দুটি মোবাইল ফোন, পাঁচ হাজার ৪০ পিস ইয়াবা ও বিভিন্ন যৌন উত্তেজন পণ্য উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গুলশান থানায় দুটি মামলার প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

(ঢাকাটাইমস/০৬জুলাই/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
সিরাজগঞ্জে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪ গ্রাম
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা