ছাত্র হত্যা মামলায় ইবির দুই কর্মচারী আটক

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২০, ২২:৫৬
অ- অ+

রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরাফাত হত্যা মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই কর্মচারী আটক হয়েছে। আটকরা আইসিটি সেলের কর্মচারী ইলিয়াস জোয়ার্দ্দার ও কেন্দ্রীয় গ্রন্থাগারের দৈনিক মুজুরিভিত্তিক কর্মচারী আব্দুর রাজ্জাক। সোমবার ঝিনাইদহ সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেড আদালতে আত্মসমার্পণ করলে জামিন আবেদন নাকচ করে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আটকের বিষয়টি নিশ্চিত করেছে মামলার তদন্ত কর্মকর্তা শৈলকুপা থানার (তদন্ত) ওসি মহসিন হোসেন।

সূত্র মতে, গত দুই মাস আগে পারিবারিক কলহের জেরে কুষ্টিয়ার বেসরকারি রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাতকে শেখপাড়া বাজার এলাকায় হত্যা করা হয়। এ ঘটনায় হত্যা মামলা হয়। এতে জড়িত থাকার অভিযোগে ইবির কেন্দ্রীয় গ্রন্থাগারের আব্দুর রাজ্জাক দুই নম্বর ও আইসিটি সেলের ইলিয়াস জোয়ার্দ্দার পাঁচ নম্বর আসামি। গত সোমবার ঝিনাইদহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইলিয়াস জোয়ার্দ্দার আত্মসমার্পণ করতে গেলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এছাড়াও সোমবার একইভাবে জেল-হাজতে পাঠানো হয় আব্দুর রাজ্জাককে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, এ বিষয়ে আমরা কিছু জানি না। কোন ডকুমেন্টও হাতে পাইনি। ডকুমেন্ট পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইসিটি সেলের কর্মচারী ইলিয়াস জোয়ার্দ্দার ইবির নিকটস্থ শেখপাড়া এলাকার বাসিন্দা।

(ঢাকাটাইমস/৮জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: বাহিনী প্রধান
প্রতিদিনের বাংলাদেশের সম্পাদকের দায়িত্ব নিলেন মারুফ কামাল খান
শেরাটন-এ সি ফুড ব্যুফেতে বিকাশ পেমেন্টে ‘বাই ওয়ান গেট টু’ অফার
জনতা ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা