দৌলতপুরে শালিসি বৈঠকে মারধরে একজন নিহত

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২০, ২৩:৩৪
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুরে শিশুদের নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শালিসের মধ্যে প্রতিপক্ষের হামলায় সরো মালি (৬৫) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সরো মালি দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের আংদিয়া এলাকার মৃত হিরু মালির ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত মঙ্গলবার দুপুরে ছয়-সাত বছরের শিশুদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে হাতাহাতি হয়। পরে সেটা বড়দের জানালে তারা স্থানীয় মন্ডল ও মাতুব্বদের নিয়ে শালিস বৈঠক করে। বুধবার সন্ধ্যায় শালিস বৈঠক চলাকালে দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এসময় স্থানীয় প্রতিপক্ষ হামিদসহ বেশ কয়েকজন সরো মালিকে মারধর করে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি মারা যান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক, তদন্ত) নিশিকান্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/৯জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ জন 
সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ ইসলাম
আমাদের সংগ্রাম আওয়ামী হিন্দুস্তানের বিরুদ্ধে: জাগপা
ধামাকা শপিংয়ের চেয়ারম্যান এম আলীকে গ্রেপ্তার দেখাল পুলিশ, আদালতে প্রেরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা